কুরিয়ার চার্জ এবং প্যাকেজিং খরচ বেড়ে যায়।
যদি আপনি ১০০টি পণ্য ডেলিভারির জন্য পাঠান সেখান থেকে ২০টি ক্যানসেল হয় তাহলে এই ২০টি প্রোডাক্ট স্টকে হোল্ড হয়ে থাকে। চাইলেও অন্য কোথাও বিক্রি করতে পারছেন না।
একটি পার্সেল কাস্টমার এর কাছে পৌঁছানো পর্যন্ত যেই পরিমাণ যত্ন নেওয়া হয়, রিটার্ণ আসার সময় তার অর্ধেক ও নেওয়া হয়না। যার কারণে প্রচুর প্রোডাক্ট ড্যামেজ হয়ে যায়।
ফেইক অর্ডারের কারণে কাস্টমার সার্ভিস টীমকে অপ্রয়োজনীয় প্রশ্ন এবং সমাধাণ নিয়ে ব্যস্ত থাকতে হয়। যা আসল ক্রেতাদের সেবার সময় কমিয়ে দেয়।
আপনি ওয়েবসাইটে দেখছেন অর্ডার আসছে ১০০টি কিন্তু ডেলিভারিতে গিয়েছে ৯০টি। বাকী ১০টি ফেইক অর্ডার হওয়ায় যায় নি। এতে করে ডাটাবেইজে ফেইক কাস্টমার এর ডাটা রয়ে যায় এবং রিয়েল কাস্টমারের ডাটার উপর প্রভাব পরে।